ভূরুঙ্গামারী উপজেলা শহর বাস টারমিনালের পূরব দিক থেকে শুরু হয় পাইকেরছড়া ইউনিয়ন। পাইকেরছড়া ইউনিয়ন বাংলাদেশের সম্বৃদ্ধশালী ইউনিয়ন সমুহের মধ্যে অন্যতম। কি নেই পাইকেরছড়াতে ? আছে বৃট্রিশ আমলের সোনাহাট ব্রীজ।মীর জুমলা মসজিদ।
পাইকেরছড়া ইউনিয়নের দুধ কুমার একটি স্থায়ী নদী যা অত্র ইউনিয়নের ১.২.৬,৫নং ওয়ার্ড এর মধ্য দিয়ে প্রায় ৫ কি: মি: প্রবাহিত হয়েচে।
গছিডাঙ্গা বিল, আরেয়ার বিল, চেতরারবিল, কসল ডাঙ্গা, শিতলি, নেওয়াশি, কইনা মতি, মাদারের কুড়া, দলবাড়ী ছড়া, পাইকডাঙ্গার ছড়া, এগুলো পাইকেরছড়া ইউনিয়নের খাল ও বিল ঝিল। যা কালের সাক্ষী হিসাবে আজও রয়েছে।
পাইকেরছড়া ইউনিয়নের উত্তরে - চর ভূরুঙ্গামারী ইউনিয়ন। দক্ষিনে- আন্ধারীঝাড় ইউনিয়ন।পশ্চিমে- জয়মনির হাট ও ভূরুঙ্গামারী ইউনিয়ন।পূর্বে- বঙ্গ সোনাহাট ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস