Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

ভূরুঙ্গামারী উপজেলা শহর বাস টারমিনালের পূরব দিক থেকে শুরু হয় পাইকেরছড়া ইউনিয়ন। পাইকেরছড়া ইউনিয়ন বাংলাদেশের সম্বৃদ্ধশালী ইউনিয়ন সমুহের মধ্যে অন্যতম। কি নেই পাইকেরছড়াতে ? আছে বৃট্রিশ আমলের সোনাহাট ব্রীজ।মীর জুমলা মসজিদ। 

পাইকেরছড়া ইউনিয়নের দুধ কুমার একটি স্থায়ী নদী যা অত্র ইউনিয়নের ১.২.৬,৫নং ওয়ার্ড এর মধ্য দিয়ে প্রায় ৫ কি: মি: প্রবাহিত হয়েচে। 

গছিডাঙ্গা বিল, আরেয়ার বিল, চেতরারবিল, কসল ডাঙ্গা, শিতলি, নেওয়াশি, কইনা মতি, মাদারের কুড়া, দলবাড়ী ছড়া, পাইকডাঙ্গার ছড়া, এগুলো পাইকেরছড়া ইউনিয়নের খাল ও বিল ঝিল। যা কালের সাক্ষী হিসাবে আজও রয়েছে।

   পাইকেরছড়া ইউনিয়নের উত্তরে - চর ভূরুঙ্গামারী ইউনিয়ন। দক্ষিনে- আন্ধারীঝাড় ইউনিয়ন।পশ্চিমে- জয়মনির হাট ও ভূরুঙ্গামারী ইউনিয়ন।পূর্বে- বঙ্গ সোনাহাট ইউনিয়ন।